জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে সরকারী কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে চর পাকেরদহ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চর পাকেরদহ ইউনিয়নের চর পাকেরদহ পশ্চিমপাড়া এলাকার আলহাজ নুরুল ইসলামের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গত শনিবার (১৬ আগস্ট) রাতে মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ এলাকায় এসআই মো: হাসিব আল মাহফুজের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম ইয়াবা ব্যবসায়ী নাছির চিকুকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এরপর তাকে থানায় নেওয়ার পথে উপজেলার বাংলাবাজার এলাকায় মাদক ব্যবসায়ীর আত্মীয়-স্বজন ও তার সিন্ডিকেটের শতাধিক সদস্যরা লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাতকড়ার চাবি কেড়ে নিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে বলপূর্বক সরকারী কাজে বাধা দান ও পুলিশকে আঘাত করার অপরাধে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন এসআই মো: হাসিব আল মাহফুজ।
হামলার ঘটনায় মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে এজহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে পুলিশের ওপর হামলার ঘটনায় মুল আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করছি। গতকাল মধ্যরাতে হামলার অভিযোগে এজাহারভুক্ত আবু সাইদকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। এর আগে ঘটনার রাতেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.