মাদক মামলায় একজনের আট বছর কারাদন্ড অপরজনের ৫ বছর

 

খুলনা ব্যুরো:  মাদক মামলার এক আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৮বছর সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন, নগরীর শেরে বাংলা রোডস্থ গল্লামারী পুলিশ বক্সের পিছনে সোয়েবের বাড়ির ভাড়াটিয়া মৃত নুরুল হক তালুকদারের ছেলে মোঃ নুর আলম তালুকদার (৩২)। দন্ডপ্রাপ্ত নুর আলম পলাতক রয়েছে।

এছাড়া অপর এক মাদক মামলার আর এক আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৫বছর সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেআদালত। সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কণিকা বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর থানার পত্তালী পাড়েরহাট গ্রামের মৃত হোসেন উদ্দিন শেখের ছেলে মোঃ বাবুল শেখ ওরফে জাকির হোসেন (৪৫)। রায় ঘোষণাকালে জাকির হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.