মাদকের রেডজোনে আসামী হাতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রংপুর প্রতিনিধি: মাদক ক্রাইমের রেডজোন চিন্তিত রংপুর হারাগাছে মাদককারবারির ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম নামে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ১১ঃ১৭মিনিটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার ভোররাতে গোপন খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ এলাকা থেকে পলাশ নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেন পিয়ারুল ইসলাম। এসময় মাদক কারবারি পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার (ওসি) শওকত আলী সরকার বিটিসি নিউজকে বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.