“মাতৃভূমি আবাসন পূজা কমিটি”-র শারদোৎসবের খুঁটি পুজো

বিশেষ (ভারত) প্রতিনিধি: বছর পর আবার মা আসছেন বাপের বাড়ি৷ বাঙালীর ঘরে ঘরে উৎসবের আমেজ৷ শুরু হয়ে গেছে খুঁটি পুজো৷ গত ৭ই আগস্ট রবিবার আবাসন প্রাঙ্গনে ধুমধাম করে সম্পন্ন হল “মাতৃভূমি আবাসন পূজা কমিটি”-র শারদোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠান৷
দেবী আরাধনায় এই দুর্গোৎসব কমিটি, ২০২২-এ তাঁদের চতুর্থ বর্ষে পদার্পণ করল৷ পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার তাগিদে তাঁদের নিরলস প্রচেষ্টা চোখে পড়ার মত৷ গঠিত হয়েছে একটি সক্রিয় পুজোকমিটি৷ যাতে সামিল হয়েছেন বিশেষ কিছু দায়িত্ব সম্পন্ন মানুষ৷
এই কমিটির সভাপতি শ্রী সুরেশ ঠাকুর এবং সহ সভাপতি শ্রী বিজন মজুমদার এবং সম্পাদক শ্রী সুকান্ত ধারা ও সহ সম্পাদক শ্রী মলয় মজুমদার।
আরও অনান্য যারা রয়েছেন এই কমিটিতে তাঁরা হলেন কোষাধক্ষ শ্রী সঞ্জয় মজুমদার, হিসাব রক্ষক শ্রী সুবীর মণ্ডল, অর্থ সংগ্রাহক শ্রী তাপস মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতী সুস্মিতা দাস এবং সহ সাংস্কৃতিক সম্পাদক শ্রীমতী শোভা মন্ডল, উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সমস্ত আবাসিকবৃন্দ ৷ এই মায়ের মর্তে আসার দিন গোনা শুরু হল৷
বিটিসি নিউজের পক্ষ থেকে “মাতৃভূমি আবাসন পূজা কমিটি”-র প্রত্যেককে জানাই অকুন্ঠ শুভেচ্ছা ৷ পুজোর এই আয়োজন সর্বতোভাবে সফল ও সুন্দর হোক৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.