মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ইতালি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। তখন বেশ হতাশ হয়েছিল সমর্থকরা। এবার নতুন উদ্যোমে ইউরো চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচেই মাঠে নামছে আজ্জুরিরা। রোমের মাঠে তুরস্কের বিপক্ষে মাঠে নামার আগে ইতালির কোচ রবার্তো মানচিনিও খুব আত্মবিশ্বাসী। সমর্থকদের ভরসা দিয়েছেন তিনি।
ইউরোর আগে টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। তাই ইউরোতে তরুণ দল নিয়ে ভালো কিছু করার লক্ষ্য মানচিনির, ‘আশা করছি, ফাইনাল ফলও একই রকম হবে। তিন বছর আগে যখন এসেছিলাম, আমি আত্মবিশ্বাসী ছিলাম। দলে মেধাবী খেলোয়াড় আছে। অনেক কাজ করতে হয়েছে। এটা চালিয়ে যেতে চাই।’
শুক্রবার রাত ১টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে দুই দলের সঙ্গী হিসেবে থাকছেন ১৬ হাজার দর্শক। ইউরোপের এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় দর্শকদের আনন্দ দিতে মুখিয়ে মানচিনির শিষ্যরা। সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘ইউরোতে নতুন করে ইতালি শুরু করতে পারবে। আমরা সমর্থকদের আনন্দ দিতে চাই। টানেলের শেষ প্রান্তে আলোর রেখা দেখতে পাচ্ছি। আমরা জনগণকে ৯০ মিনিটই আনন্দ দিতে চাই।’
প্রথম ম্যাচে তুরস্কের বিপক্ষে লড়তে হবে ইতালিকে। উদ্বোধনী ম্যাচ নিয়ে কোচের কথা, ‘প্রথম ম্যাচ সবসময় কঠিন হয়ে থাকে। সব চিন্তা থেকে দূরে থেকে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু কাজের প্রতি মনোযোগ দিতে হবে। প্রথম ম্যাচে চাপ থাকবে। কারণ তুরস্ক দলে মেধাবী ফুটবলার রয়েছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.