মাঠে ঢুকে ইসরায়েলকে ‘লাল কার্ড, গোলপোস্টে তালা মেরে আটকে রাখলেন নিজেকে

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: নারী ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইসরায়েল। শুক্রবার গ্লাসগোর হ্যাম্পডেন পার্কের এই ম্যাচে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ছোট ছোট কফিন ও ফিলিস্তিনের পতাকা হাতে প্রায় ৪০০ সমর্থক জমায়েত হন। যে কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, এক প্রতিবাদকারী নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে প্রতিবাদ জানানোয় ম্যাচ দেরিতে শুরু হয়। কালো রঙের পোশাক পরা সেই প্রতিবাদকারী গোলপোস্টের সঙ্গে নিজেকে তালা মেরে আটকে রেখেছিলেন। সাধারণত সাইকেলে এসব মোটা তালা ব্যবহার করা হয়। প্রতিবাদকারীর টি-শার্টে একটি বার্তা লেখা ছিল, ‘ইসরায়েলকে লাল কার্ড’।
এই প্রতিবাদকারী মাঠে ঢোকার আগে ‘হাই-ভিস ভেস্ট’ পরে ছিলেন, যে কারণে অনেকে তাকে মাঠের স্টুয়ার্ড ভেবে ভুল করেন।
এ ঘটনায় ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয়। খেলা শুরুর পরও সরব ছিলেন প্রতিবাদকারীরা। কেউ কেউ দুয়ো দেন, আবার কেউ কেউ মশাল প্রজ্বালন করেন।
গতকাল রাতে প্রথম মুখোমুখিতে ৪-১ গোলের জয় পেয়েছে স্কটল্যান্ড। ৪ জুন হাঙ্গেরিতে দুই দলের ফিরতি ম্যাচও দর্শকবিহীন গ্যালারিতে অনুষ্ঠিত হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.