মাঠের বাইরে পগবা

বিটিসি স্পোর্টস ডেস্ক: মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঊরুর চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে গত শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পগবা।
এরপর সোমবার (০৮ ফেব্রুয়ারী) ক্লাবের ওয়েবসাইটে কোচ উলে গুনার সুলশার জানান, এই চোটে ‘কয়েক সপ্তাহ’ মাঠের বাইরে থাকতে হবে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে। তিনি বলেন, ‘পল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। অবশ্যই কয়েক সপ্তাহ লাগবে (সেরে উঠতে)।’
আজ মঙ্গলবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওয়েস্ট হ্যামের বিপক্ষে পগবাকে পাবে না ম্যানইউ। এছাড়া ইউরোপা লিগের শেষ বত্রিশে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে উভয় লেগেও তাকে দলে পাওয়ার সম্ভাবনা কম। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৮ ও ২৫ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, ক্লাবের জানুয়ারী মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল পগবাকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.