মাঝ সমুদ্রে জাল ফেললেই থরে থরে উঠে আসছে রূপোলি ইলিশ

কলকাতা (ভারত) প্রতিনিধি: মাঝ সমুদ্রে হঠাৎই জালে উঠে আসছে ইলিশের ঝাঁক। সাধারণত এই সময়ে ইলিশ ওঠার কথাও নয় তাও আবার ঝাঁকে ঝাঁকে সুন্দরবন লাগোয়া মোহনা-মুড়িগঙ্গা,বটতলা ও হুগলি নদীর সঙ্গম এখন রূপোলি শষ্যের খেতে পরিণত হয়েছে। জোয়ার এলেই তিন নদীতেই হানা দিচ্ছে ইলিশের দল।
বিগত তিরিশ বছরেও এই দৃশ্য দেখা যায়নি। মৎস্য বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর পরিবর্তন তথা নদীগুলো কিছুটা দূষণ মুক্ত হওয়ায় ইলিশের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
করোনা মহামারিতে মৎস্যব্যবসায়িরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল কিন্তু বর্তমান এই পরিস্থিতি মৎস্য ব্যবসায়ীদের হাসি ফুটিয়েছে।
সাইজ অনুযায়ী দাম হলেও অকালে এমন ইলিশ পেয়ে একটু টাকা খরচ করতে পিছপা হচ্ছে না বঙ্গবাসী ।তারপরেই কিছুদিন বাদে বাংলা নব-বর্ষ আসন্ন। স্বভাবতই মৎস্যপ্রেমীরা খুশিই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.