মাঝ নদীতে আটকা পড়েছে রো রো ফেরি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মাঝ নদীতে বেশ কিছু যানবাহন নিয়ে আটকা পড়েছে রো রো ফেরি খানজাহান আলী।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ফেরিটি পদ্মা নদীর সৃষ্ট ডুবোচরে আটকা পড়ে।
ফেরিতে আটকাপড়া ঢাকা থেকে আসা এক মাক্রোবাসের চালক বলেন, প্রায় দেড় ঘণ্টা আটকে থাকা ফেরিতে আছি। শিশু ও নারীরা ভয়ে কান্নাকাটি করছে। উদ্ধারকারী জাহাজ চেষ্টা চালিয়েও এখনও ফেরিটি ডুবোচরে থেকে নামাতে পারেনি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বিটিসি নিউজকে বলেন, সৃষ্ট ডুবোচর মাস্টার দেখতে না পাওয়ায় ফেরিটি মাঝ নদীতে আটকা পড়েছে। এটি উদ্ধারে দুটি উদ্ধারকারী জাহাজ চেষ্টা চালাচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে। ফেরিটিতে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট-গাড়ি রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

Comments are closed, but trackbacks and pingbacks are open.