মাছের মন ৫ লাক্ষ টাকা, এক মাছের দাম ১ লাখ ৯০ হাজার

বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে সাড়ে ১৯ কেজি ওজনের একটি জাবা ভোল মাছ। মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনে নেন বাগেরহাটের মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। কেজি প্রতি মাছটির মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে মাছটি বিক্রি হয়।  এর আগে গত ১৭ আগষ্ট  বরগুনা জেলার পাথরঘাটা এলাকার মাছব্যবসায়ী মাসুমের মাছ ধরা ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।
ইলিশ মাছ ধরা ”এফবি আলাউদ্দিন” ট্রলারের মাঝি জাফর বিটিসি নিউজকে বলেন, সাগরে আবহাওয়া খাবার থাকায় ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহুর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় জাবা ভোল মাছ টি পাওয়ায় খুশি হয়েছি। কারণ এই মাছটি দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি তেলের খরচটা উঠেছে।
ভোলমাছ ক্রেতা মো. অলিল খলিফা বিটিসি নিউজকে বলেন, জাবাভোল মাছের মন ৫ লাক্ষ টাকা সেই হিসাবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ১ লাখ ৯০ হাজার টাকায়। এখন এই মাছটি বরফ দিয়ে পিরোজপুর জেলার পারেরহাট নিয়ে, সেখান থেকে চট্রগ্রামে পাঠানো হবে। আশাকরি ৫০ হাজার টাকা লাভ করতে পারব।
বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বিটিসি নিউজকে বলেন, জাবা ভোলা মাছ খুব একটা পাওয়া যায় না।  এই মাছের ঔষধি গুণ থাকাতে এর মূল্য এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এই মাছ কিনে নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.