মাছবাহী ট্রাকের সাথে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১০

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাছবাহী মিনি ট্রাকের সাথে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার থানার মোড এলাকায় এই দুর্থটনা ঘটে।
নিহতের নাম আলমগীর হোসেন (৩০)। সে মাছবাহী ট্রাকের চালক ও সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
এ দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী স্বপন কুমার (৪৫), বাসচালক লুৎফর রহমান (৫০), হেলপার রাকিবুল ইসলাম (৩৫) সহ কমপক্ষে ১০ বাসযাত্রী গুরুতর আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিটিসি নিউজকে জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মাছের ট্রাকের সাথে কক্সবাজার থেকে কুষ্টিয়াগামী সুপার সনি নামে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হতাহতদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় মাছবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.