মাঙ্কিপক্সের মতো রোগ বার বার ছড়াবে : ডব্লিউএইচও

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মাঙ্কিপক্স ও লাসা জ্বরের মতো রোগ আগামীতে বার বার স্থানীয়ভাবে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় বুধবার জেনেভায় সংস্থার জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মাইক রায়ান এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত বদলে যাচ্ছে মানুষ ও প্রাণীর খাবার গ্রহণের অবস্থা। আর এর ফলেই পরিবেশে লুকিয়ে থাকা বিভিন্ন রোগ যা প্রাণীদের মধ্যে ছিলো, তা এখন মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে বলে জানান মাইক বায়ান।
একই সঙ্গে এসব ভাইরাস মাত্র তিন থেকে পাঁচ মাসের মধ্যেই সংক্রমিত হয় বলেও সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। 
আফ্রিকার বাইরে এ পর্যন্ত অন্তত ৩০টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫শ’ ছাড়িয়েছে। তবে এখনও এ রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.