মাগুরায় গ্রামবাসীরা তিন ছিনতাইকরীকে আটক করে পুলিশে সোপর্দ

মাগুরা প্রতিনিধি: মাগুরা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে ছিনতাই করার অভিযোগে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো:  মাগুরা শহরতলীর তাঁতীপাড়ার রতন গাজীর ছেলে মাসুদ রানা (১৮), সোহরাব হোসেনের ছেলে মেজবাহ নূরানী (১৮) ও পারলা পূর্ব পাড়ার বাবু বিশ্বাসের ছেলে শাওন ইসলাম (১৯)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে জানান, মাগুরা সদর উপজেলার কালুপাড়া গ্রামের মহিদুল মল্লিকসহ তিনজন গতকাল বৃহস্পতিবার রাতে মাগুরা শহর থেকে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পৌর এলাকার মীরপাড়া মোড় এলাকায় উক্ত তিন যুবক মোটরসাইকেলে করে এসে তাদের থামতে বলে। তারপর তারা মহিদুল মল্লিকের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে মোটরসাইকেলে করে সদর উপজেরার শক্রুজিৎপুরের দিকে পালিয়ে যায়।

মহিদুল মল্লিক এই সময় তার আত্বীয়স্বজনের মাধ্যমে ফাজিলা গ্রামে জামালের দোকানের সামনের রাস্তায় বেঞ্চ দিয়ে বেরিকেড দেন। তারপর তাদের আটক করে গ্রামবাসীরা এই তিন ছিনতাইকরীকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.