BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বৈষম্যবিরোধী’ ২ নেতা গ্রেপ্তার

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ‘বৈষম্যবিরোধী’ ২ নেতা গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের সৌদিপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী গত সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সানি (২০) ও মো. স্বাধীন (২২)।

থানায় করা অভিযোগে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) ডিউটি শেষে নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে ওই নারী মহম্মদপুর থানাধীন গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামেন।

এ সময় সেখানে আগে থেকেই ওত পেতে থাকা গোপালপুর গ্রামের সানি, মো. স্বাধীন, মো. রুবেল এবং মো. সুমন জোরপূর্বক তাঁকে ধরে নিয়ে যান।

অভিযুক্তরা ভুক্তভোগী ওই নারীকে সানির মালিকানাধীন একটি মেহগনি বাগানে তুলে নিয়ে গিয়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে তিনি মহম্মদপুর থানায় উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুরো ঘটনা অবহিত করেন।

পরবর্তীতে মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান পুলিশ ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সানি ও স্বাধীনকে আটক করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিটিসি নিউজকে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী চারজনের নামে মঙ্গলবার মামলা করেন। ওই চারজনের মধ্যে দুজনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার তাদের জেলাতে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার আহ্বায়ক সেলিম দাবি করেছেন, যে কমিটিতে তাঁদের নাম এসেছিল, মাত্র দুই দিনের মাথায় সেই কমিটি বাতিল ঘোষণা করা হয়েছিল।

বর্তমানে ওই কমিটির কোনো বৈধতা নেই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাগুরা প্রতিনিধি মো. তানভির আহম্মেদ চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ