মাউন্ট ও সেসকোর গোলে জয়ে ফিরল ইউনাইটেড

বিটিসি স্পোর্টস ডেস্ক: অনেক দিন ধরে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ পর আবার জয়ের পথে ফিরল। ম্যাসন মাউন্ট ও বেনিয়ামিন সেসকোর গোলে সান্ডারল্যান্ডকে হারাল হুবেন অ্যামুরির দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।
এই জয়ে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড।
আগের রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে হারা ইউনাইটেড জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমে অষ্টম মিনিটে এগিয়ে যায়। ব্রায়ান এমবুমোর ক্রস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে জালে পাঠান মাউন্ট।
৩১তম মিনিটে ব্যবধান বাড়ান সেসকো। স্বাগতিকদের ফ্রি-কিক সফরকারীরা ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর কাছ থেকে গোলটি করেন তিনি।
ইউনাইটেডের হয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন স্লোভেনিয়ার ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইউনাইটেডের ব্যবধান আরও বাড়তে পারত। তবে দারুণ কয়েকটি সেভ করেন সান্ডারল্যান্ডের গোলরক্ষক।
ম্যাচে বল দখলে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য ১৫ শটের ৬টি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। সান্ডারল্যান্ডের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.