বিটিসি স্পোর্টস ডেস্ক: আতালান্তার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এক জয়ের পরও অস্বস্তির ছোঁয়া আছে রেয়াল মাদ্রিদ শিবিরে। দারুণ এক গোলের পর প্রথমার্ধেই যে চোট নিয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপে। বেশ কজন ফুটবলারের চোটে এবার এমনিতেই জেরবার রেয়াল। এমবাপেও বাইরে ছিটকে গেলে তাদের অপেক্ষায় বড় বিপদ। কোচ কার্লো আনচেলত্তির অবশ্য আশা, এমবাপের চোট খুব গুরুতর নয়।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার আতালান্তার মাঠে এমবাপের গোলে দশম মিনিটে এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ফরোয়ার্ডের পঞ্চাশতম গোল এটি।
৭৯ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে তিনি চতুর্থ দ্রুততম। তার চেয়ে কম ম্যাচ লেগেছে রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) ও রবের্ত লেভানদোভস্কির (৭৭)।
পরে ৩৬তম মিনিটে মাঠ ছেড়ে যান এই ফরোয়ার্ড। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে নেয় রেয়াল। গোল করেন অন্য দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যাম।
ম্যাচ জয়ের অভিযান ভালোভাবে শেষ করার পর এখন তাদের ভাবনার জায়গা এমবাপের চোট। ম্যাচের পর আনচেলত্তি জানালেন, এমবাপের চোট উরুতে।
“ওর উরুতে টান লেগেছে, অস্বস্তি আছে। পরীক্ষা করে দেখতে হবে আমাদের। আপাতত গুরুতর মনে হচ্ছে না। তবে আমি জানি না। কালকে (বুধবার) দেখব আমরা। সে মাঠে দৌড়াতে পারছিল না। অস্বস্তি অনুভব করছিল। এজন্য তাকে বদল করেছি আমরা।”
এমবাপে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছিলেন ব্রাহিম দিয়াসের কাছ থেকে বল পেয়ে। ম্যাচের পর এমবাপের গোলের কথা বললেও চোট নিয়ে তেমন কিছু জানাতে পারেননি ব্রাহিম।
“আমি তাকে আলিঙ্গনে জড়িয়েছি। তবে চোট নিয়ে কোনো ধারণা নেই। আশা করি, তেমন কিছু নয় এটি।”
আতালান্তার বিপক্ষে এই জয়ে ২৪তম স্থান থেকে ১৮তম স্থানে উঠে এসেছে রেয়াল মাদ্রিদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.