মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা নারীসহ আটক-১৭

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চত করেন।
তিনি বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় ওই এলাকা থেকে ৩ রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ ১০ জনকে আটক করা হয়েছে।
আটকরা ঝিনাইদহ, নাটোর, বাগেরহাট ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.