মহেশপুরে ভোটের প্রচার মাইক থেকে পোস্টার নিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের হাটখোলা পাড়ার মাহি নামের ৩ বছরের এক শিশু, ভোটের মাইকিং করা গাড়ি থেকে পোষ্টার নিতে গিয়ে মটরসাইকেল দূর্ঘনায় নিহত হয়েছে।
জানা গেছে গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ভোটের মাইকিংয়ের আওয়াজ শুনে গাড়ি থেকে পোষ্টার নেওয়ার জন্য অবুঝ শিশুটি রাস্তায় দৌড় দিলে অপর দিক থেকে আসা মটর সাইকেলের সাথে একসিডেন্ট করে মারা যায়।
জনতার প্রশ্ন, এই মৃত্যুর জন্য দায়ি কে..? ভোট নামের শব্দ দূষণ করা অতি মাত্রায় মাইকিং করা..?এই মাইকিং করলেই কি একজন প্রার্থীকে মানুষ ভোট দিবে..? উত্তরটা ভোটের প্রার্থীদের নিকট থেকে আসা করছি।
এভাবে শব্দ দূষণ না করে মানুষের দ্বারে দ্বারে যান।  তাহলে এভাবে কোনো মায়ের কোল খালি হবেনা। সেই মা-ই যানে তার সন্তান হারানোর ব্যাথা। আপনি তো ভোটের নেশায় ঘোর হয়ে আছেন মায়ের ব্যাথা কি বুঝবেন।
এই মাইকিংয়ের শব্দ বাচ্চাদের কানে গেলেই দৌড়ে রাস্তায় চলে আসে পোষ্টার নেওয়ার জন্য।
জনসাধারনের দাবি, যদি সম্ভব হয় মাইকিং বন্ধ করা। বন্ধ করা সম্ভব না হলে, মাইকিং করা গাড়ির গতি সিমিত রাখা ও গাড়ি থেকে কোনো পোষ্টার না দেওয়া।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.