মহেশপুরে ভিটা জমি বিরোধে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম!!!

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির ঘোষপুর গ্রামে ভিটা-জমি বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত আব্দুল আলীম ও তার স্ত্রী ডলি বেগমকে প্রতিবেশী ও পরিবারের লোকজন দ্রত উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের দুজনের অবস্থায় খারাপ এর মধ্যে স্ত্রী ডলি বেগমের অবস্থা আশংখ্যা জনক। তারা কেহ মুখে ঠিক মত কথা বলতেও পারছে না।
এব্যপারে আব্দুল আলীমের কন্যা রুপালী খাতুন জানান ভিটা জমি নিয়ে বাড়ির পাশে ইদু মন্ডলের পুত্র আমির হোসেন, আক্তার হোসেন ,তাদের বোন শানা,ও শানার পুত্র টিটু তর্ক বিতর্কের এক পর্যায়ে আমার বাবা ও মাকে ঘাড় মোড়া দিয়ে পেড়ে ফেলে বাঁশের লাঠি ও কিল ঘুষি লাথি মেরে আহত করে বীর দর্পে চলে যায়। পরে প্রতিবেশীরা দ্রত উদ্ধার করে তাদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।
প্রতিপক্ষরা দফায় দফায় হুমকি দিচ্ছে এবং হুমকি অব্যহিত রেখেছে। অপর দিকে প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
এঘটনায় নেপা ইউপির ঘোষপুর গ্রামের মেম্বর লাল মোহাম্মদ বলেন ভিটে জমি বিরোধে তাদেরকে মারধর করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি আসলে। তাদের গ্রাম্য ভাবে শালিস মিমাংসা করা হবে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.