মহেশপুরে অস্ত্র-গুলি-মাদকসহ গ্রেফতার-২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের জাগুসা গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন: যশোরের বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৪) এবং একই জেলার রামনগর খা পাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে ফরহাদ হোসেন (৩২)।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর শরীফুল আহসান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল অভিযান চালায়। যশোর থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে মিলন হোসেন ও ফরহাদ হোসেনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও মোটরসাইকেলে রাখা ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক ও মাদক আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.