মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী দিলখুশা প্রধান বিপ্লবী

পঞ্চগড় প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী  দিলখুশা প্রধান বিপ্লবী। ১/১১ দলের ক্রান্তি লগ্নে পঞ্চগড় মহিলা আওয়ামী লীগে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনের সময়ও নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন ।

আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কারাগারে থাকাকালীন সময়ে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। পরবর্তীতে পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে জেলায় সংগঠন কে সুসংগঠিত করে।

রাজনীতির পাশাপাশি সামাজিক অবস্থানে রয়েছে অসামান্য অবদানে  তিনি বর্তমানে পঞ্চগড় পৌরসভার নির্বাচিত মহিলা কাউন্সিলর, উইমেন চেম্বার অব কমার্সের বিভাগীয় কমিটির সদস্য ,পঞ্চগড় পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর জেলা শাখার সহ-সভাপতি এছাড়া ও একাধিক সংগঠনের সাথে জড়িত। ঠেকরপাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সংস্থায় বাল্যবিবাহ,নারী নির্যাতন প্রতিরোধ,নারী পুরুষের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছে ।

সংরক্ষিত নারী আসনে প্রার্থীতা প্রসঙ্গে তিনি বিটিসি নিউজকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করছি। দলের দুঃসময়ে মাঠে ছিলাম। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.