মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন রাজশাহী মহানগর বিএনপি নেতা মামুনের

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশীদ মামুন।
বৃহস্পতিবার রাতে তিনি সুলতানাবাদ, ষষ্ঠী তলা, রানীবাজার ও লাঠিয়াল পূজা মন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।পাশাপাশি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামণ্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
এসময় রাজশাহী মহানগর ও থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সঙ্গে ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.