মহান বিজয় দিবস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট: রাজশাহী অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল ৯৩ রানে বানেশ্বর ক্রিকেট একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত মহান বিজয় দিবস ক্রিকেট টি-১০ টুর্নামেন্ট অনুষ্টিত হয়।
এই টুর্নামেন্টে রাজশাহী অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১০ রান। জবাবে বানেশ্বর ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭ রান। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক টি এম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.