মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি প্রতিবেদক: এসআই(নিঃ)/মোঃ মাহাবুব হাসান, গোয়েন্দা শাখা, মহানগর রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং-০১/১০/২০১৯ তারিখ ১৭.৫০ ঘটিকার সময় রাজপাড়া থানাধীন তেরখাদিয়া (পশ্চিমপাড়া) নির্মানাধীন বহুতল ভবন ড্রিম-৩২, হোল্ডিং নং-৩২৫/৩ এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোছাঃ কমেলা@কনা(৫০), পিতা-মৃত আমির আলী, সাং-ছোটবনগ্রাম(বার রাস্তার মোড়), থানা-চন্দ্রিমা, ২। মোসাঃ হীরা বেগম(৪০), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-তুরাপুর, থানা-পবা, বর্তমানে-সাং-খিরসিন টিকর(সিটির হাটের পশ্চিম পাশের্^), থানা-শাহমখদমু, উভয়- মহানগর রাজশাহীদ্বয়কে ২০০০(দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ টাকা ৫,০০০/-(পাঁচ হাজার)সহ আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.