মহড়ার সময় অরুণাচলে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে।  
অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, উড্ডয়নের পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা জিরাং থানায় জানান, একটি হেলিকপ্টার ভেঙে পড়তে দেখেছেন তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.