মস্তিষ্কের এই মজার তথ্যগুলো জানেন কি?

বিটিসি হেল্থ ডেস্ক: মানবদেহে মস্তিষ্ক এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা ছাড়া সবই অচল। তবে এই মস্তিষ্ক সম্পর্কে ঠিক কতোটা জানেন সবাই? এই মস্তিষ্ক সম্পর্কে মজার কিছু তথ্য আছে যা শুনলে অবাক হবেন। চলুন তবে জেনে নেয়া যাক সেই মজার তথ্যগুলো

> মস্তিষ্ক খায় বেশি কিন্তু ওজন কম!
একটি স্বাভাবিক মানব মস্তিষ্কের ওজন পুরো দেহের ওজনের মাত্র ২ শতাংশ। কিন্তু মস্তিষ্ক দেহের পুরো শক্তি ও অক্সিজেনের ২০ শতাংশ একাই ভোগ করে।

> মস্তিষ্কের প্রায় পুরোটাই পানি
মস্তিষ্কের প্রায় ৭৩ ভাগই পানি। আপনার মনোযোগ, স্মৃতি সংরক্ষণ ও জ্ঞানীয় কর্মকাণ্ডের জন্য এটি মাত্র ২ শতাংশ জলবিয়োজন ঘটায়।

> মস্তিষ্কের ওজন কত?
একটি স্বাভাবিক মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। ওজনের ৬০ ভাগই চর্বি। মানবদেহের সবচেয়ে বেশি চর্বিযুক্ত অঙ্গ হল মস্তিষ্ক। দেহের ২০-২৫ শতাংশ কোলেস্টেরল থাকে মস্তিষ্কে। কোলেস্টেরল এর ঘাটতি থাকলে ব্রেন কোষ মারা যায়।

> মস্তিষ্কের কোষের সংখ্যা
চমকে যাবেন না! মস্তিষ্কে ৮৬ বিলিয়ন পর্যন্ত কোষ থাকতে পারে।

> নিউরোনের ক্ষমতার কাছে সুপার কম্পিউটারও অসহায়!
এক একটি নিউরন প্রতি সেকেন্ডে ১ হাজারের বেশি সিগন্যাল পাঠাতে পারে এবং ১০ হাজারেরও বেশি নিউরন কোষের সঙ্গে যোগাযোগ করতে পারে। শস্য দানা পরিমাণ এক টুকরো ব্রেন-কোষে ১ লাখের মতো নিউরন এবং ১ বিলিয়ন সাইন্যাপস থাকে, এরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতেই থাকে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.