মস্কোর রাস্তায় পুতিনের লিমোজিনে ভয়াবহ বিস্ফোরণ!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহার করা একটি লিমোজিন মডেলের গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর গাড়িটিতে আগুন ধরে যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মস্কোর লুবিয়াঙ্কায় অবস্থিত ফেডারেল সিকিউরিটি সার্ভিস-এফএসবি’র সদর দপ্তরের ঠিক উত্তরের একটি রাস্তায় পুতিনের ‘অফিসিয়াল গাড়ি বহরের’ একটি ‘অরাস লিমুজিন’ বিস্ফোরিত হয়েছে।
তবে বিস্ফোরণের কারণ কী, তা এখনো জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে দাবি করা হয়, গাড়িটি ক্রেমলিনের প্রেসিডেন্টের সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগের মনে হচ্ছে। তবে এই বিস্ফোরণের পর কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
৭২ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিন নিয়মিত ভ্রমণের জন্য তার লিমোজিন গাড়িবহরটি ব্যবহার করেন। ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার কিম জং উনসহ অন্যান্য বিশ্বনেতাদের কাছেও গাড়িগুলো উপহার দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পুতিনকে হত্যার বিভিন্ন হুমকি এসেছে। বিশেষ করে ইউক্রেন বা পশ্চিমা সহায়তায়
তাকে হত্যার চেষ্টা যে হবে না, তা ক্রেমলিন উড়িয়ে দেয়নি। তার এসব প্রচেষ্টা প্রতিহত করার জন্য পুতিনের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতেও মস্কো ইঙ্গিত দিয়েছিল, তাদের নেতার বিরুদ্ধে যে কোনো হত্যাচেষ্টার জবাব ‘পরমাণু বোমা’ দিয়ে দেওয়া হতে পারে।
রাশিয়ার পার্লামেন্টের হাউস স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন তার টেলিগ্রাম চ্যানেলে সতর্ক করে বলেন, পুতিনকে হত্যার ষড়যন্ত্র, এটি নিয়ে নিছক আলোচনা করাই একটি অপরাধ। পুতিনকে হত্যার চেষ্টা বিশ্ব নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং পারমাণবিক যুদ্ধের সরাসরি পথ।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাশিয়ার রাজধানীতে এক বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ এবং তার সহযোগীসহ ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্ররা নিহত হন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.