মস্কোর কাছে ড্রোন হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই দাবি করেছেন। তিনি বলেছেন, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মস্কোর দুটি বিমানবন্দর জানিয়েছে, এই ঘটনার পর ফ্লাইট সীমিত করা হয়েছে। ড্রোন হামলার ক্ষেত্রে প্রায় সময় এমন পদক্ষেপ নেওয়া হয়।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর তৃতীয় আরেকটি বিমানবন্দরও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।
অপর এক রুশ বার্তা সংস্থা আরআইএ কালুগা বিমানবন্দরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলেছে, এখানেও ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।
অতীতে একাধিকবার ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ এনেছে রাশিয়া। তবে রুশ ভূখণ্ডে হামলার ক্ষেত্রে কিয়েভ সচরাচর মন্তব্য বা স্বীকারোক্তি দেয় না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.