মস্কোতে চিরনিদ্রায় শায়িত নাভালনি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঠিক দুই সপ্তাহ পর শুক্রবার তাকে মস্কোর একটি সমাধিস্থলে দাফন করা হয়েছে।
বরিসোভস্কি সমাধিতে কফিনের চারপাশে স্বজনরা জড়ো হন। ভিড় থেকে কেউ একজন চিৎকার করে বলেন— ‘লায়োহা বাই (ভালো করে ঘুমাও প্রিয়)। লায়োহা নাভালনির ডাকনাম। ভিড়ের মধ্যে অন্যরা স্লোগান দিচ্ছিল, ‘আসুন আমরা বিদায় জানাতে ভেতরে ঢুকি’।
বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষ সমাধিস্থলের দিকে ধেয়ে আসছেন। তাদের সমাধিস্থলে ঢুকতে দেওয়া হয় কিনা তা স্পষ্ট নয়।
এদিকে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির শেষকৃত্যে অন্তত একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। ব্রেটিয়েভস্কিতে কয়েকশ মিটার দীর্ঘ লাইন তৈরি হয় বলে শুক্রবার জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী ওভিডি-ইনফো।
ওভিডি-ইনফো জানিয়েছে, শেষকৃত্যে অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে আরও ২২ জনকে আটক করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.