মরিশাসে সড়ক দুর্ঘটনায় ঝড়লো ৪ বাংলাদেশী’র প্রাণ

 

(মরিশাসে সড়ক দুর্ঘটনায় ঝড়লো ৪ বাংলাদেশী’র প্রাণ–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশী নিহত হয়েছেন। তারা হলেন ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে পোর্ট লুইসে বাসে করে কোম্পানীতে যাওয়ার সময় হাইওয়েতে এই দুর্ঘটনার শিকার হন তারা। এতে অন্তত আট জন আহত হয়েছেন।

এ বিষয়ে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ গণমাধ্যমকে জানান, প্রায় ৫০ জন বাংলাদেশী শ্রমিক নিয়ে বাসটি কোম্পানী অফিসের দিকে যাচ্ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ৩ জন ঘটনাস্থলে মারা গেছেন এবং ১ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া ৮ জন হাসপাতালে আছেন। এর মধ্যে ১ জনের অবস্থা সংকটাপন্ন।

এক প্রবাসী বাংলাদেশী জানান, শ্রমিকরা বাসযোগে কাজে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানে একটি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে

নিহত ৪ জনের মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানো হবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশী কাজ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.