মরিশাস’র কাছে ডুবে যাওয়া জাহাজ থেকে ১ হাজার টন তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দ্বীপরাষ্ট্র মরিশাসের কাছে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ থেকে এক হাজার টনের বেশী তেল এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। মরিশাসের প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন জাহাজটি ভেঙে দুই টুকরা হয়ে যেতে পারে। জাহাজটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

এমভি ওয়াকাশিও নামের জাহাজটি প্রায় ৪ হাজার টন জ্বালানি তেল বহন করছিল বলে ধারণা করা হয়।

জাহাজটি থেকে ১ হাজার টনের বেশী তেল এরইমধ্যে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার ‘পরিবেশ গত জরুরী অবস্থা’ ঘোষণা করে মরিশাস।

জাপানের মালিকানাধীন জাহাজটি চীন থেকে ব্রাজিল যাচ্ছিল। গত ২৫ জুলাই মরিশাসের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি প্রবাল প্রাচীরে জাহাজটি ধাক্কা খায়। ধাক্কায় জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

তার পর থেকে জাহাজটি সমুদ্রে তেল ছড়াচ্ছে। সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশগত উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ জানিয়েছেন, জাহাজটি থেকে ৫০০ টন তেল পাম্প করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জামবাহী একটি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্সের তৎপরতায় সহায়তার জন্য ছয় সদস্যের একটি দল পাঠিয়েছে জাপান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.