মরদেহ লুকাচ্ছে রুশ সেনারা!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ মিলিটারি ট্রাকের মতো দেখতে কিছু গাড়িকেই চলমান শ্মশান বানিয়েছে রাশিয়ানরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
রাশিয়ার এই বিশেষ ট্রাকগুলো বাইরে থেকে দেখতে আর পাঁচটা সাধারণ ট্রাকের মতো। তবে ট্রাকের ভেতরেই চুল্লি লুকানো রয়েছে দাবি পশ্চিমা মিডিয়ার।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত রাশিয়ান সেনাদের নাকি ওই চুল্লিতে ঢুকিয়েই ‘গায়েব’ করছে পুতিনের বাহিনী। সাঁজোয়া গাড়ি বা অস্ত্রশস্ত্র-গোলাবারুদ ছাড়াও বিশেষ ভাবে তৈরি এ ধরনের অসংখ্য ট্রাক নিয়ে ইউক্রেনে ঢুকেছে পুতিনবাহিনী। এমনই দাবি করেছে যুক্তরাজ্য, আমেরিকাসহ একাধিক পশ্চিমী সংবাদমাধ্যম।
পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সালে প্রথমবার নেটমাধ্যমে ওই ‘চলমান শ্মশান’-এর ছবি ভেসে উঠেছিল। বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হতে তা ফের নেটমাধ্যমে ঘোরাঘুরি করছে।
রাশিয়ার সৈন্যদের মায়েদের নিয়ে গঠিত একটি কমিটির দাবি, তাদের ছেলেদের জোরপূর্বক ইউক্রেনে নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছিল, ইউক্রেন সীমান্তে তাদের সামরিক মহড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেখানে যাওয়ার পর তাদের রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে।
যুদ্ধবিশারদদের একাংশের অভিযোগ, রাশিয়ান সেনাদের দেহ ওই জ্বলন্ত চুল্লিতে ঢুকিয়ে যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যাতেও গরমিল করছে পুতিন সরকার। অভিযোগ, পুতিনবাহিনীর হামলায় ইউক্রেনের সাধারণ মানুষের দেহও পোড়ানো হচ্ছে তাতে।
১৯৮৯ সালে গঠিত ওই কমিটির ডেপুটি চেয়ারম্যান আন্দ্রেই কুরোচকিনের দাবি, ‘গোটা রাশিয়া থেকে আমরা অসংখ্য মায়ের ফোন পাচ্ছি। তারা কাঁদছেন। তাদের ছেলেরা বেঁচে রয়েছে কি না, তা জানেন না তারা।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.