ময়মনসিংহে লাঠিসোঁটা হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ময়মনসিংহ ব্যুরো: সারা দেশে চলছে কোটা সংস্কার আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে এই আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।
এদিন সকাল থেকেই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে টাউন হল চত্বরে এসে হাজির হয়। এরপরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে সকাল থেকেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হল ছেড়েছেন। সতর্ক অবস্থান রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.