ময়মনসিংহে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার-৩

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশি অস্ত্র-গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান নাদিম ও তার দুই সহযোগী শামীম মিয়া (২৫) ও আলমগীর কবির (৪৮)।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে মাসকান্দা বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় এ অভিযান চালানো হয়।
ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান বিটিসি নিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে মাসকান্দা বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় নাদিমের বাসা থেকে ইয়ারগানের গুলি, ৭০০ ইয়াবা বড়িসহ বিভিন্ন মাদক, অবৈধ পামওয়েলের ৯৯টি ড্রাম, চাপাতি, চাকু, ছুড়ি, ক্যামেরা, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় নাদিমসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
এর আগে ২০১৬ সালের ১৭ জানুয়ারি মেহেদী হাসান নাদিম ও তার দুই সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় তার বাসা থেকে পিস্তল, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল দেশি অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.