ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে।
নিহতরা হলো, মামুদনগর গ্রামের নূরুল ইসলামের মেয়ে শ্রাবণী আক্তার (১০) ও রিপনের মেয়ে মাইশা মনি (৭)।
তাঁরা একে অপরের চাচাতো বোন। শ্রাবণী শেখ খমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ ও মাইশা ২য় শ্রেণির শিক্ষার্থী। বাড়ির পিছনে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.