মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় বড় চমক

(মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় বড় চমক–ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: বুধবার তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার ভোটে অপ্রত্যাশিত ভালো ফল করার পরপরই মমতা জানিয়েছিলেন, কোভিড অতিমারী পরিস্থিতির জন্য এ বারের শপথ গ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বর ভাবে আয়োজন করা হবে । সেই মতোই হচ্ছে। একইসঙ্গে তৃণমূল নেত্রীর কথায়, ‘এখন প্রথম কাজ কোভিড নিয়ন্ত্রণ।’ সেই মতোই এদিন শপথ গ্রহণের পরই নবান্নে গিয়ে পুলিশের গার্ড অফ অনার গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। এরপরই কোভিড সংক্রান্ত জরুরি বৈঠকে বসার কথা তাঁর ।
রাজভবন সূত্রের খবর, বুধবার শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ই শপথ নেবেন । মন্ত্রিসভার বাকি সদস্যরা পরে শপথ নেবেন। এখনও পর্যন্ত যা খবর, আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন অতিথি আমন্ত্রিত রয়েছেন। এই তালিকায় যেমন নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, তেমনই আছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। বুদ্ধদেব অবশ্য অসুস্থতার কারণে এখন পুরোপুরি ঘরবন্দি ও শয্যাশায়ী। তিনি ভোট দিতেও যেতে পারেননি। শপথ অনুষ্ঠানে তাঁর হাজির থাকার সম্ভাবনা নেই বললেই চলে ।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ এবং সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ । আমন্ত্রিতের তালিকায় রাজনৈতিক সৌজন্যও দেখিয়েছেন মমতা। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিদায়ী বিধানসভার বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, সাংসদ হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকেও। তাৎপর্যপূর্ণভাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জয়ে কার্যকরী ভূমিকা নেওয়া ভোটকুশলী প্রশান্ত কিশোরও থাকবেন রাজভবনের অনুষ্ঠানে। ভীষণ ছিমছামভাবেই হবে আজকের অনুষ্ঠান।
এরপরই নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশের তরফে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। তা শেষ হলেই শীর্ষ প্রশাসনিক কর্তাদের নিয়ে কোভিড বৈঠক করার কথা তাঁর। বস্তুত ইতিমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার নগরপালের সঙ্গে বৈঠক করেছেন মমতা। আজ নবান্নের বৈঠক থেকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কোন উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিলেন। শিক্ষা নিয়েই নিলেও অনেক সিদ্ধান্ত ৷
দফতর বন্টনের ক্ষেত্রে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল জগদীপ ধনখড় মন্ত্রীদের দফতরের যে তালিকা ট্যুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতরে বড় রদবদল হয়েছে ৷ তালিকা অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে স্কুল এবং উচ্চ শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে৷ তবে শিল্প বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং পরিষদীয় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ৷
এর পাশপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ফিরহাদ হাকিমের হাত থেকে নিয়ে দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে৷ খাদ্য দফতরের দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যাচ্ছে নতুন মুখ রথীন ঘোষের কাছে৷ শোভনদেব চট্টোপাধ্যায়ের জায়গায় বিদ্যুৎমন্ত্রী করা হয়েছে অরূপ বিশ্বাসকে ৷ শোভনদেবকে দেওয়া হয়েছে কৃষিমন্ত্রীর দায়িত্ব ৷ অর্থমন্ত্রী থাকছেন অমিত মিত্রই৷ সুব্রত মুখোপাধ্যায়কে পঞ্চায়েতমন্ত্রী হিসেবে দায়িত্বে রাখা হয়েছে ৷
এ দিনই সকালে রাজ্য মন্ত্রিসভার মোট ৪৩জন সদস্য রাজভবনে শপথ নেন ৷ এর পরেই নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক ডাকা হয়৷ মন্ত্রীদের দফতর বরাদ্দ করে তা অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে সরকারের তরফে পাঠানো হয় ৷ এর কিছুক্ষণের মধ্যে রাজ্যপালই ট্যুইট করে মন্ত্রীদের দফতরের তালিকা সর্বসমক্ষে জানিয়ে দেন ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.