মনোনয়ন না পাওয়ায় কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি: আজ সোমবার জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু সিআইপি দলীয় মনোনয়ন না পাওয়ায় শহরের তমালতলাসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ, মানববন্ধন ও কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে তার কর্মী-সমর্থকরা।

আজ সকাল ১১টার দিকে শহরের তমালতলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এফবিসিসি আই এর পরিচালক রেজাউল করিম রেজনু সিআইপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ এবং কাফনের কাপড় পড়ে শহরের প্রধান সড়ক অবরোধ করে।

প্রায় একঘন্টা সড়ক অবরোধ চলাকালে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। একই সময় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের গোপালপুর, নরুন্দি, নান্দিনা, মহেষপুর কালিবাড়ি, এবং জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা ও বেলটিয়াসহ বিভিন্নস্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.