মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে সোমবার পর্যন্ত, ৮জনের প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, খুলনা: কেসিসি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে সোমবার পর্যন্ত। রোববার পর্যন্ত সর্বমোট আটজন কাউন্সিলরপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্রটি এ তথ্য জানায়।
রিটার্নিং অফিসার মো: ইউনুচ আলী বলেন, রোববার পর্যন্ত যে ৮জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের শাহানাজ পারভীন, ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের শেখ লুৎফর রহমান ও মো. মিজানুর রহমান তরফদার, ৭ নম্বর ওয়ার্ডের মীর মোকছেদ আলী, ১১ নম্বর ওয়ার্ডের সাইদ মহিউদ্দীন, ১৫ নম্বর ওয়ার্ডের সমীর কুমার দত্ত, ৩০ নম্বর ওয়ার্ডের চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও ৩১ নম্বর ওয়ার্ডের মো. কামাল হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.