BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়ন যাচাইয়ে ঝরে গেলেন অর্ধেকের বেশি: রাজশাহীতে বৈধ ১৮

মনোনয়ন যাচাইয়ে ঝরে গেলেন অর্ধেকের বেশি: রাজশাহীতে বৈধ ১৮

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বাকিদের মনোনয়ন বাতিল হয়েছে ঋণ খেলাপি, হলফনামায় ত্রুটি ও ভোটার সমর্থনের অনিয়মের কারণে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছয়টি আসনে মোট ৩৮ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। এর মধ্যে ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) এই আসনে মোট ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নে বৈধতা পেয়েছেন— বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী আব্দুর রহমান।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী আল সাআদ (সমর্থনকারী তালিকায় দুইজন মৃত ভোটার, চারজনকে পাওয়া যায়নি এবং স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতি), স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক (আয়-ব্যয় বিবরণীতে স্বাক্ষর না থাকা, ১ শতাংশ ভোটার সমর্থনে গরমিল ও ছয়জন সমর্থককে না পাওয়া), ও গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান (দলের সভাপতি নুরুল হক নূরের স্বাক্ষরের সঙ্গে জমাকৃত স্বাক্ষরের অমিল)

রাজশাহী-২ (সদর) এই আসনে মোট নয়জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নে বৈধতা পেয়েছেন— বিএনপির প্রার্থী ও সাবেক মেয়র-এমপি মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী অ্যাডভোকেট সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম ও নাগরিক ঐক্যের শামসুল আলম।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন (আয়-ব্যয় বিবরণীতে স্বাক্ষর না থাকা, সমর্থনকারী তালিকায় মৃত ভোটার ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, কর ফাঁকি), লেবার ডেমোক্রেটিক পার্টির ওয়াহিদুজ্জামান (ব্যাংক ঋণ খেলাপি), স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিন (আয়কর সংক্রান্ত কাগজপত্র না থাকা ও ১ শতাংশ ভোটার সমর্থনে গরমিল)।

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) এই আসনে সাতজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নে বৈধতা পেয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী আবজাল হোসেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুর রহমান (হলফনামায় স্বাক্ষর না থাকা) ও আমজনতার দলের প্রার্থী সাঈদ পারভেজ (হলফনামায় স্বাক্ষর না থাকা ও সনদে অসঙ্গতি)।

রাজশাহী-৪ (বাগমারা) এই আসনে মোট চারজন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বারী।

মনোনয়ন বাতিল হয়েছে— জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক (দলীয় মনোনয়ন, হলফনামা ও ব্যক্তিগত অঙ্গীকারনামা না থাকায়)।

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) এই আসনে আটজন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে, এ বিষয়ে বিকেলে সিদ্ধান্ত দেওয়া হবে।

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান।

স্থগিত— আলতাফ হোসেন।

রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) এই আসনে চারজন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, যেসব প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপি, বিল খেলাপি বা ফৌজদারি মামলা সংক্রান্ত অভিযোগ রয়েছে, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত থাকতে হয়েছে।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য সব প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ