বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিএনপি’র ডজন খানিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অবশেষে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া শেষ ধানের শীষের কান্ডারী হলেন।
বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ২৩৭ জন মনোনয়ন প্রাপ্তিদের মধ্যে তার নাম ঘোষিত রয়েছে। ডি.এম জিয়াউর রহমান জিয়া তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আউসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের সফল উপজেলা চেয়ারম্যান।
সোমবার বিকালে ডি.এম জিয়াউর রহমান বলেন, নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকেছি আবারো থাকতে চাই। আমি দীর্ঘ সময় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। এসব বিষয় বিবেচনায় হাইকমান্ড আমাকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী ছিলেন। তার কথার প্রতিফল ঘটেছে।
বিকালেও তিনি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন স্পটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেটসহ নিজের প্রার্থীর দোয়া সম্বালিত লিফলেট বিতরণ করেন আর দোয়া চাইছিলেন।
অবশেষে সন্ধ্যায় তার মনোনয়নের বার্তা পেয়ে হাসি মুখে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষনিক সকলের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য শামসুজ্জামান বাদশা, বিএনপি নেতা মকলেছুর রহমান মুকুল, জয়নাল আবেদীন, মামুনুর রশিদ মামুন, শফিকুল ইসলাম, মহুরী মামুনুর রশিদ মামুন, আকরাম হোসেন, শাহনাজ বেগম, নাসির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে মনোনয়ন পাওয়ার পর তিনি দল মত নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাজারের লোকদের সাথে মতবিনিময়ে আসন্ন সংসদ নির্বাচনে তাকে বিজয়ের লক্ষ্যে ধানের শিষের ভোট প্রার্থনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















