BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোনয়নের দিনেও লিফলেট বিতরণ বাগমারায় ধানের শীষের কান্ডারী ডি.এম জিয়া

মনোনয়নের দিনেও লিফলেট বিতরণ বাগমারায় ধানের শীষের কান্ডারী ডি.এম জিয়া

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিএনপি’র ডজন খানিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অবশেষে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া শেষ ধানের শীষের কান্ডারী হলেন।

বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ২৩৭ জন মনোনয়ন প্রাপ্তিদের মধ্যে তার নাম ঘোষিত রয়েছে। ডি.এম জিয়াউর রহমান জিয়া তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আউসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের সফল উপজেলা চেয়ারম্যান।

সোমবার বিকালে ডি.এম জিয়াউর রহমান বলেন, নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকেছি আবারো থাকতে চাই। আমি দীর্ঘ সময় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। এসব বিষয় বিবেচনায় হাইকমান্ড আমাকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী ছিলেন। তার কথার প্রতিফল ঘটেছে।

বিকালেও তিনি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন স্পটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেটসহ নিজের প্রার্থীর দোয়া সম্বালিত লিফলেট বিতরণ করেন আর দোয়া চাইছিলেন।

অবশেষে সন্ধ্যায় তার মনোনয়নের বার্তা পেয়ে হাসি মুখে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাৎক্ষনিক সকলের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য শামসুজ্জামান বাদশা, বিএনপি নেতা মকলেছুর রহমান মুকুল, জয়নাল আবেদীন, মামুনুর রশিদ মামুন, শফিকুল ইসলাম, মহুরী মামুনুর রশিদ মামুন, আকরাম হোসেন, শাহনাজ বেগম, নাসির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে মনোনয়ন পাওয়ার পর তিনি দল মত নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাজারের লোকদের সাথে মতবিনিময়ে আসন্ন সংসদ নির্বাচনে তাকে বিজয়ের লক্ষ্যে ধানের শিষের ভোট প্রার্থনা করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আবারও জাতীয় বেইমান ও জাতীয় মোনাফেক এক হয়ে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মিলন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, রাজশাহীতে মনোনয়ন পেলেন যারা বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার ধানের শীষ পেলেন মনোনয়নের দিনেও লিফলেট বিতরণ বাগমারায় ধানের শীষের কান্ডারী ডি.এম জিয়া রাজশাহীতে বিএনপির দুর্গ পুনর্গঠনের লড়াই: মনোনয়ন ঘিরে কোন্দল ও প্রতিযোগিতা ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফলাফল জামালপুরে ইজিবাইক লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন, প্রশাসনের সমঝোতায় প্রত্যাহার রাজশাহীর তানোরে গো-খাদ্যের তীব্র সংকট: খড়ের চড়া দামে দিশেহারা কৃষক, ভরসা এখন কচুরিপানা পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু