মধ্য আমেরিকায় ঝড় ও বৃষ্টিতে অন্তত ৩০ জনের প্রাণহানি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধসও হয়েছে।
শুক্রবার (২১ জুন) এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।
প্রতিবেশী হন্ডুরাসে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে আরও এক হাজার ২০০ জনের বেশি মানুষকে। বৃষ্টিতে দেশটির ১৮০টি সম্প্রদায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে ২২টি বাড়ি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.