মধ্যপ্রদেশে মা-মেয়েসহ একই পরিবারের ৪ জনের মরদেহ

ছবি প্রতীকি

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজ বুধবার ভারতের মধ্যপ্রদেশে ১২ দিনের একটি কন্যা নবজাতক এবং তার মা-সহ একই পরিবারের চারজনের মরদেহ পাওয়া গেছে।

আজ সকালে রাজ্যটির রাজধানী ভোপালের কাছে একটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চারজন হলেন- এক নারী, তার ১২ দিনের কন্যা, ওই নারীর ভাই এবং তাদের মা। তবে ওই নারীর স্বামী বেঁচে আছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা কীভাবে মারা গেছেন, তা এখনও স্পষ্ট নয়। ভোপালের ৪৫ কিলোমিটার দূরে রায়সেনের বাড়িতে এক নারী এবং তার ভাইয়ের মরদেহ পাওয়া যায়। এছাড়া ওই নারীর স্বামীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশের সিনিয়র কর্মকর্তা এপি সিং স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা এখন বিপদমুক্ত। তিনি স্ত্রী, কন্যা, শ্যালক এবং শাশুড়িকে হারিয়ে খুব মর্মাহত। এছাড়া তিনি সুস্থ হলে জানা যেতে পারে কীভাবে তাদের মৃত্যু হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.