মণিপুরে ফের সংঘাত, কারফিউ জারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ফের সহিংসতা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে পুনরায় কারফিউ জারি করা হয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী ইম্ফালের নিউ চেকন এলাকায় স্থানীয় বাজারে জায়গা নিয়ে মেইতেই গোষ্ঠীর সঙ্গে কুকিদের দ্বন্দ্ব বাধে। এরপরেই ভারতের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যরা রাজ্যটিতে ছুটে যায়। সংঘর্ষের খবব পাওয়ার পরেই এলাকাটিতে আবার কারফিউ ঘোষণা করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে দুই এ গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। রাজ্যজুড়ে চলে তুমুল সংঘর্ষ। এতে ৫৪ জনের বেশি জন নিহত হয়। ঘরছাড়া হয় হাজার হাজার বাসিন্দা। শত শত বাড়ি, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। চলে ব্যাপক ভাঙচুর।
সেইবারের সংঘর্ষ নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মনিপুরের সংখ্যাগুরু মেইতেই গোষ্ঠী দীর্ঘদিন ধরে তপশীলি উপজাতি বা এসটি তালিকাভুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছিল। ইম্ফল উপত্যকায় এসব উপজাতির বসবাস।
অন্যদিকে পাহাড়ি অঞ্চলে যে আদিবাসীরা বসবাস করেন তাদের বড় একটা অংশ মূলত কুকি চিন জনগোষ্ঠীর মানুষ। সেখানে নাগা কুকিরাও যেমন থাকেন কিছু সংখ্যায়, তেমনই আরও অনেক গোষ্ঠী আছে। মেইতেইরা তপশীলী উপজাতির তকমা পেয়ে গেলে পাহাড়ি অঞ্চলের মানুষ বঞ্চিত হবেন, এ শঙ্কা ছিল।
তবে গত ৩ মে হাইকোর্ট মেইতেইদের তপশীলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকারকে বিবেচনা করতে বলে। এর বিরুদ্ধে গত বুধবার পাহাড়ি উপজাতি জনগোষ্ঠী বিক্ষোভ মিছিল করে। এখান থেকেই সহিংসতার শুরু। এরপর তা খুব দ্রুত পুরো রাজ্যেই ছড়িয়ে পড়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.