মণিপুরে ফের উত্তেজনা, নিহত-১

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার ভারতের মণিপুরের জিরিবাম জেলায় সন্দেহভাজন জঙ্গিদের হাতে ৫৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে বিক্ষুব্ধ বাসিন্দারা একটি পরিত্যক্ত ভবনে আগুন ধরিয়ে দেয়।
নিহত সোইবাম শরৎকুমার সিং তার খামার থেকে বাড়ি না ফেরায় পরিবার শঙ্কিত হয়ে পড়েছিল। পরবর্তীকালে তার লাশের সন্ধান পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে, পুলিশ জানিয়েছে।
বিক্ষোভকারীরা জিরিবাম থানার সামনে জড়ো হয়েছিল তাদের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ফেরত দেয়ার দাবিতে, যেগুলি নির্বাচনের সময় বাজেয়াপ্ত করা হয়েছিল, এই কারণে যে ভোট প্রক্রিয়া শেষ হয়েছে।
মেতি, মুসলিম, নাগা, কুকি এবং অ-মণিপুরি সহ এর বৈচিত্র্যময় জাতিগত গঠন সত্ত্বেও, জিরিবাম ২০২৩ সালের মে থেকে মণিপুরে জাতিগত সংঘাতের দ্বারা খুব একটা প্রভাবিত হয়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.