মঙ্গলবার থেকে কেসিসির নির্বাচনী কাজে থাকবেন ১০ নির্বাহী ম্যাজিষ্ট্রেট

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। যে প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকেই যেহেতু প্রচারনা শুরু হবে সেজন্য ওইদিন থেকেই খুলনার বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ইতোমধ্যেই খুলনার জেলা প্রশাসক মো: আমিন উল আহসান অফিস আদেশ দিয়ে ১০ জন ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব অর্পন করেছেন।

যেসব নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন তারা হলেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ আরাফাতুল আলম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সুস্মিতা সাহা, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মো: ইমরান খান, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে মো: মিজানুর রহমান, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে মো: জাকির হোসেন, ১৬, ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে সাজিয়া আফরীন, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে মো: জাকির হোসেন, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে জুবায়ের হোসেন চৌধুরী, ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে মো: রাশেদুল ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.