মক্কার হোটেলে ৮ পাকিস্তানির মৃত্যু, ছিলেন বাংলাদেশিরাও

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত আট পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, মক্কার একটি হোটেলে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডে আট পাকিস্তানি নিহত ও ছয়জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘আমাদের কাছে ওই ঘটনায় আটজন নিহত এবং ছয়জন পাকিস্তানি আহত হওয়ার খবর রয়েছে। জেদ্দায় অবস্থিত আমাদের মিশন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।’
পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন আরও জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইব্রাহিম খলিল রোডে অবস্থিত হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
সূত্র জানায়, হোটেলটিতে পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশের ওমরাহ পালনকারীরা অবস্থান করছিলেন। তবে হতাহতরা ওমরাহ পালনকারী কি না, সেটা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.