ভয়াবহ দাবানলের কবলে সানফ্রান্সিসকো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহর। এরই মধ্যে পুড়ে গেছে উপকূলের আশপাশের ২০ একরের বেশি বনভূমি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
খবরে বলা হয়েছে, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার পর এবার সানফ্রান্সিসকোর উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে দাবানল। গত দুদিন ধরে আগুনে পুড়ছে হেক্টরের পর হেক্টর বনভূমি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকশ সদস্য কাজ করছেন। পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বুধবার ফায়ার সার্ভিস কর্মকর্তা ইথান পেটারসেন বলেন, দাবানলের বর্তমানে যে পরিস্থিতি তাতে দ্রুতই লোকালয়ে ছড়িয়ে পড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। তবে নতুন নতুন জায়গায় আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। (সূত্র: সিএনবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.