ভোলায় ক্লাব থেকে বিদেশি মদ ও বিয়ারসহ আটক ২ জন
বরিশাল ব্যুরো: আজ রবিবার দুপুরে ভোলায় র্যাব-৮ এর আওতাধীন ক্যাম্পের সদস্যরা ভোলা মডেল থানা ও ভোলা পুলিশ সুপার অফিস সংলগ্ন ভোলা ক্লাব থেকে ১৭ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ারসহ মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুইজনকে আটক করেছে র্যাব-৮।
এ সময় ভোলা ক্লাবের আলমারি থেকে ১৭ বোতল বিদেশি মদ ও ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।
আটক মো. মাইনুদ্দিন সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের নজির আহমেদের ছেলে ও মো. মজিবর উপজেলার বাপ্তা ইউনিয়নের মো. ইউনুছের ছেলে।
এরা দুইজন দীর্ঘ দিন ধরে ভোলা ক্লাবে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছে বলে জানান , বিটিসি নিউজকে র্যাব-৮ ।
র্যাব-৮ সদস্যরা আরও বিটিসি নিউজকে জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার সামনে ভোলা ক্লাবে অভিযান চালানো হয়। এসময় ক্লাবের ভেতর থেকে মো. মাইনুদ্দিন ও মো. মজিবর নামের দুই জনকে আটক করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে একটি কাঠের আলামারি থেকে ১৭ বোতল বিদেশি মদ ও বিভিন্ন ব্রান্ডের ৩৭২ ক্যান বিয়ার জব্দ করা হয়।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার এএসপি ইফতেখারুজ্জামান বিটিসি নিউজকে জানান, আটক মো. মাইনুদ্দিন ও মজিবরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ভোলা থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.