ভোলার চরফ্যাশনে আরও ৪৮ জেলে জীবিত উদ্ধার

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে ঝড়ে কবলে নিখোঁজ তিনটি ট্রলারের ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরপাতিলা থেকে তাদের উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১৯ আগস্ট) মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে জেলেসহ তিনটি ফিশিং ট্রলার। ফিশিং ট্রলারগুলো ভোলার দক্ষিণ আইচা এলাকার বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ট্রলারগুলো হচ্ছে- ১৯ জন জেলেসহ এমবি রিয়াজ ট্রলার, ১৫ জন জেলেসহ এফবি হাওলাদার ট্রলার ও ১৪ জন জেলেসহ এফবি মায়ের দোয়া ট্রলার। জীবিত উদ্ধার ৪৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলে সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জেনের গোয়েন্দা কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বিটিসি নিউজকে বলেন, তিনদিন আগে ওই তিনটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ভারতীয় সীমানায় চলে যায়। পরে ভাসমান অবস্থায় সেখান থেকে অন্য ট্রলারের সহযোগিতায় ফিরে আসে। খবর পেয়ে কোস্টগার্ড তাদের উদ্ধার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.