ভোলার ঘটনায় বিভ্রান্তি না ছড়ানোর লক্ষ্যে আদমদীঘিতে মসজিদের ইমামদের নিয়ে মতবিনিময় সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  ভোলা জেলার অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে কোন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাতে কেউ বিভ্রান্তি ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সকল মসজিদ ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার আলহাজ্ব একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু।

আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দন, ইমাম আলহাজ¦ মাওঃ ইব্রাহিম হোসেন ফয়েজি, মাওঃ আল হেলাল জামালি প্রমূখ।

সভায় বক্তরা ভোলা জেলায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুত্রধরে অত্র উপজেলায় যেন অসত্য কথা বলে কেউ মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে জনমনে আতংক ছড়াতে না পারে এজন্য সজাগ থাকতে আহবান জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.